ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:পাতানো ম্যাচ খেলেই কি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পৌঁছেছে পাকিস্তান? পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক আমির সোহেলের একটি বক্তব্যের রেশ ধরে এ জল্পনার সূত্রপাত। পাকিস্তানের একটি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে আমির সোহেল বলেন, ‘ক্রিকেট মাঠের বাইরের কিছু শক্তির কারণেই’ পাকিস্তান ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পৌঁছেছে।
আমির সোহেল বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পৌঁছানোর জন্য পাকিস্তানের বেশি আকাশে ওড়ার দরকার নেই। কারণ তারা যে ফাইনাল পর্যন্ত যাবে তা আগে থেকেই ঠিক ছিল।’
তিনি বলেন, ‘কোনো দল ভালো খেললে অবশ্যই তাকে অভিনন্দন জানানো উচিত। কিন্তু তা না হলে তখন সমালোচনাই প্রাপ্য। পাকিস্তানের এই বর্তমান সাফল্যের কারণ তাদের এই জায়গায় তুলে আনা হয়েছে।’ এর বেশি অবশ্য কিছু বলেননি তিনি।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অতুল ওয়াসন অবশ্য এই অভিযোগ অসম্পূর্ণ বলে কটাক্ষ করেছেন।
গ্রুপের ম্যাচে ভারতের সঙ্গে জঘন্য পারফরমেন্সের পর পাকিস্তান শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে কার্যত উড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পৌঁছে যায়।