বিমানবন্দরে ৩৩৮ কার্টন সিগারেট জব্দ

বিমানবন্দরে ৩৩৮ কার্টন সিগারেট জব্দ

ফাইল ছবি
ক্রাইমবার্তা রিপোট: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৩৮ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা।

শনিবার সকালে যুক্তরাষ্ট্রের তৈরি ‘থ্রি জিরো থ্রি (৩০৩)’ ব্র্যান্ডের এসব সিগারেট জব্দ করা হয়।

দুবাই থেকে আসা মো. ফরহাদুল ইসলাম চৌধুরী নামে এক যাত্রী এসব সিগারেট আনেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির বাসিন্দা।

সূত্র জানায়, সকাল ৯টা ৫ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-০৫২) শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন ফরহাদ। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি রাখেন। ফরহাদুল ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার তিনটি লাগেজ খুলে ৩৩৮ কার্টন সিগারেট পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেটের প্যাকেটের গায়ে বাংলায় ধুমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) ফাঁকি দিতেই এসব সিগারেট আনা হয়েছে।

তিনি জানান, এসব সিগারেটের মূল্য প্রায় ২৭ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে

Check Also

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করেননি সমাজী

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে আন্তর্জাতিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।