ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি তার টুইটর এ্যাকাউন্টে ১০০ মিলিয়ন ফলোয়ারের মাইনফলক স্পর্শ করেছেন। টুইটারের ইতিহাসে এত বেশিসংখ্যক অনুসারী আর কারোরই নেই।
সম্প্রতি পেরির পঞ্চম অ্যালবামের শিরোনাম উল্লেখ করে টুইটারের অফিসিয়াল পেজ টুইট করে, ‘আজ আমরা ইতিহাসের সাক্ষী। অভিনন্দন কেটি পেরি, প্রথম ১০০ মিলিয়ন অনুসরণকারী। ভালবাসা কেটি।’
৩২ বছর বয়সী গায়িকা সপ্রতি ৯৬ ঘন্টার জন্য লাইভে আসেন এবং ভক্তদের তার রানাবান্না, ঘুম, যোগব্যায়াম, পোষা কুকুরের সাথে নিমগ্নভাবে কান্না এবং তার বাসার সামনে তারকাদের সাথে কথোপকথন দেখার আমন্ত্রণ জানান। প্রায় ৪১টি ক্যামেরা ব্যবহৃত হয় তার এসব কার্যক্রম পর্যবেক্ষণে। যদিও কেটি পেরি ক্যালিফোর্নিয়ার ক্যাথেরিন হাডসনে রক্ষণশীল পরিবারে জন্মগ্রহন করেন।
কেটি বলেন, ‘আমি নিজেই কেটি পেরি হিসেবে তৈরি হয়েছি এবং সবাই এটা জানে। সেই কারণেই, তারা আমাকে অনুসরণ করার চেষ্টা করে। আর এটা চমৎকার কিন্তু মুখোশধারির চেয়ে বেশি।’
অস্পষ্ট কান্নাজড়িত চোখে কেটি আরও বলেন, ‘আমি মানুষ এবং এই মাইক্রোস্কোপের সাথে বাস করি।’
মার্কিন গায়ক জাস্টিন বিবার ৯৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। পেরির প্রতিদ¦ন্দ্বী পপ তারকা টেইলর সুইফটের টুইটার অনুসারী ৮৫ মিলিয়ন। জিওটিভি
Check Also
অন্তর্বর্তী সরকারকে ডি-স্ট্যাবিলাইজ করার ষড়যন্ত্র হচ্ছে: ফারুকী
নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে …