ক্রাইমবার্তা রিপোট:জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, দেশে একটি দুর্ভিক্ষের হাতছানি দেখতে পাচ্ছি। তিনি বলেন, তার বক্তব্যকে যেন সরকার নেতিবাচকভাবে না নেয়। তিনি দেশে ৭৪’র মতো আরও একটি দুর্ভিক্ষ না হয় সেজন্য সরকারকে কার্যকর ব্যবস্থা নেয়ার পরামর্শ দেন।
২০১৭-১৮ অর্থ বৎসরের বাজেটের উপর জেএসডি’র সংবাদ সম্মেলনে আজ রোববার একথা বলেন রব। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে জেএসডি’র উদ্যোগে প্রস্তাবিত বাজেটের উপর এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।
রব আরো বলেন, ধানের দেশে ভাতের অভাব এখন। তিনি বলেন, এ সরকার একসময় বলেছিল ১০ টাকায় চাল খাওয়াবে। দেশে এখন মোটা চাল ৬০ টাকা। তিনি বলেন, কোনো সংস্কার ছাড়া এধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো দিয়ে বাজেট প্রণয়ন সম্ভব না। তাছাড়া দেশে বিদেশি বিনিয়োগও কমে গেছে।