চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ-হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ-হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ-হত্যা মামলায় ৫ জনের ফাঁসির্চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনকে ফাঁসি দিয়েছেন আদালত। প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৬ জনকে খালাস দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জিয়াউর রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের জীবন, কেতাব, আলমগীর, নুরুল ইসলাম ও জেনারুল ডাক্তার।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ২০ এপ্রিল রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার বাখরআলী বিশ্বনাথপুর এলাকার গৃহবধূ মনিরা বেগমকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইলের মাধ্যমে আসামি জীবন বাড়ি থেকে ডেকে নিয়ে আসে। পরে জীবন তার সহযোগী অপর আসামিদের সহায়তায় বিশ্বনাথপুর এলাকার একটি ভুট্টাক্ষেতে মনিরা বেগমকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের পর হত্যা করে। পরের দিন দুপুর ২টার দিকে পুলিশ ওই ভুট্টা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় মনিরার মা সুলেখা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করলে তদন্তকারী কর্মকর্তা ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে শুনানি ও সাক্ষ্য শেষে সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন আদালত।

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।