ক্রাইমবার্তা রিপোট:২০১৭-১৮ অর্থবছরের বাজেটে প্রস্তাবিত আবগারী শুল্ক নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে কথা কম বলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
সোমবার দুপুরে জাতীয় সংসদে বাজেটের ওপর দেয়া বক্তৃতায় শেখ সেলিম এ পরামর্শ দেন।
অর্থমন্ত্রীর ওপর ক্ষোভ প্রকাশ করে শেখ সেলিম বলেন, আপনার বয়স হয়েছে। হুঁশ-জ্ঞান কমে গেছে। আপনার অনেক কথায় সরকারকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আপনি বলেছেন, যাদের ১ লাখ টাকা আছে তারা সম্পদশালী। এর আগেও আপনি বলেছিলেন ৪ হাজার কোটি টাকা কোনো টাকাই না। এসব নিয়ে সরকারকে বিব্রত অবস্থায় পড়তে হচ্ছে। প্রধানমন্ত্রী যেটার সমাধান দিয়েছেন আপনি সেটার ওপরও কথা বলেন।
শেখ সেলিম বলেন, আপনি অর্থমন্ত্রী, আপনার দায়িত্ব হলো বাজেট পেশ করা। সংসদ সদস্যরা আলোচনা করে তা ঠিক করবেন। এসময় শেখ সেলিম আবগারী শুল্ক প্রত্যাহারেরও দাবি জানান।
তিনি বলেন, বিএনপির সময় দেশে ৪০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। এখন দেশে খাদ্য ঘাটতি নেই। এখন আর কেউ না খেয়ে মারা যায় না।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমালোচনা করে শেখ সেলিম বলেন, খালেদা জিয়া যদি নৌকা নিয়ে খেলা করেন তাহলে তিনি নিজেই পানিতে ডুবে যাবেন। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার রাজনীতি করে না। বিএনপিই পালানোর রাজনীতি করে।
তিনি বলেন, সহায়ক সরকার বলতে পৃথিবীতে কিছু নেই। নির্বাচনকালীন কোনো সহায়ক সরকার হবে না। শেখ হাসিনার অধীনেই খালেদা জিয়াকে আগামী নির্বাচনে অংশ নিতে হবে।