লন্ডনে ভ্যান হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি

লন্ডনে ভ্যান হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি


আন্তর্জাতিক ডেস্ক |১৯ জুন ২০১৭, সোমবার
লন্ডনে ভ্যান হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মসজিদের কাছে মুসল্লিদের ওপর ভ্যান হামলায় নিহত ব্যক্তি প্রবাসী বাংলাদেশি নাগরিক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে নিহত ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

সোমবার লন্ডনের স্থানীয় সময় রাত ১২টার দিকে লন্ডনের সেভেন সিস্টারস রোডের মুসলিম ওয়েলফেয়ার মসজিদের মুসল্লিদের ওপর ভ্যান হামলা চালানো হয়। তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন মুসল্লিরা।

রয়টার্স বলছে, লন্ডনে ভ্যান হামলায় এক ব্যক্তি নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনায় জড়িত সন্দেহে এক চালককে গ্রেফতার করেছে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

টেলিগ্রাফ বলছে, লন্ডনের সেভেন সিস্টারস রোডের মুসলিম ওয়েলফেয়ার মসজিদের মুসল্লিদের ওপর হামলায় নিহত ব্যক্তি বাংলাদেশি প্রবীণ।

দাতব্য কর্মী সুলতান আহমেদ টেলিগ্রাফকে বলেছেন, আমার চাচা যখন মসজিদ ত্যাগ করেন তখনই মুসল্লিদের ওপর ভ্যানটি চালিয়ে দেয়া হয়। এসময় বাংলাদেশি এক বয়স্ক প্রবাসী ভ্যানচাপায় মারা যান।

তিনি বলেন, মসজিদের একদল মুসল্লি তাকে (ভ্যানচাপায় আহত বাংলাদেশিকে) সহায়তা করতে এগিয়ে আসেন। এসময় তাদের ওপরও ভ্যানটি চালিয়ে দেয়া হয়। ভ্যানচাপায় অন্তত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

মুসল্লিদের ওপর ভ্যান চালিয়ে দেয়ার সময় চালককে চিৎকার করে বলতে শোনা যায়, তিনি সব মুসলিমকে হত্যা করবেন।

রয়টার্স বলছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে লন্ডনের মসজিদের এ হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছেন। তবে থেরেসা মের এই দাবি যদি সত্যি হয় তাহলে গত মার্চ থেকে দেশটিতে এখন পর্যন্ত চতুর্থ হামলা এটি।

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।