আইনশৃঙ্খলা বাহিনী আরো দাবি করেছে, সাব্বির ওই দিন সন্ধ্যায় গ্রেপ্তারের পর হাতকড়া নিয়ে পালিয়ে গিয়েছিল। পরে মধ্যরাতে আয়াপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ির কাছ থেকে তাঁর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
নিহত সাব্বির বাঘারপাড়া উপজেলার খলিলপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
বাঘারপাড়া থানার উপপরিদর্শক (এসআই) নিয়ামুল হক বলেন, গতকাল রোববার উপজেলার খলিলপুর গ্রামের সাইদুলের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। বাড়ি থেকে অস্ত্র, মাদক, মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়। আটক তিনজনের মধ্যে সাব্বির হোসেনও ছিলেন। পরে সন্ধ্যায় হাতকড়া লাগানো অবস্থায় সাব্বির পুলিশের কাছ থেকে পালিয়ে যায়।’
‘মধ্যরাতে দুদল মাদক বিক্রেতার মধ্যে গোলাগুলির খবর পেয়ে পুলিশের একটি দল আয়াপুর গ্রামে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা সেখান থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশ।’
এসআই আরো জানান, ওই যুবকই পালিয়ে যাওয়া সাব্বির। তাঁর ঘাড়ের বাঁ পাশে মাথার নিচে একটি গুলি রয়েছে।