আতি মহলে নিহত চার জঙ্গির মধ্যে এক নারীর ডিএনএ তার পরিবারের সঙ্গে মিলছে

ক্রাইমবার্তা

আতি মহলে নিহত চার জঙ্গির মধ্যে এক নারীর ডিএনএ তার পরিবারের সঙ্গে মিলছে। তবে শীর্ষ জঙ্গি নেতা মুসাসহ বাকি তিনজনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ ব্যুরো অব ইনফেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২০ জুন) সন্ধ্যায় পিবিআই সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. সানোয়ার জাহান  এই তথ্য নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আমরা কয়েকদিন আগে ডিএনএ রিপোর্ট পেয়েছি। নিহত চার জঙ্গি ও তাদের স্বজন দাবি করা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠিয়েছিলাম। পরীক্ষায় মর্জিনা নামের এক নারীর ডিএনএ মিলেছে। বাকি তিনজনের স্বজন দাবি করা ব্যক্তিদের সঙ্গে তাদের ডিএনএন মেলেনি। তাই বাকিদের পরিচয়ের বিষয়ে এখনই নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না।’
আতিয়া মহলে জঙ্গি নেতা মুসা নিহত হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আর কারও বিষয়ে বলতে পারবো না। নিহত নারীর নাম মর্জিনা। তার ডিএনএ তার বাবা-মায়ের সঙ্গে মিলছে। বাকিদের বিষয় কোনও মন্তব্য করতে পারবো না।’
গত ২৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার তথ্য পেয়ে আতিয়া মহলের চারদিকে অবস্থান নেয় স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে সেখানে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও র‌্যাব সদর দফতরের শীর্ষ কর্মকর্তারা অবস্থান নেন। তবে ওইদিন ভবনটির অবস্থান ও কাঠামোর বিষয়টি পুলিশ ও র‌্যাব অভিযান পরিচালনা থেকে বিরত থাকে। পরদিন ২৫ মার্চ শনিবার সকাল থেকে ‘অপারেশন টোয়াইলাইট’ পরিচালিত হয়। সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে ওই ভবনে অবরুদ্ধ থাকা ৭৮ জনকে উদ্ধার করা হয়। এদিকে, ওইদিন রাতে আতিয়া মহলের অদূরে এক ঘণ্টার ব্যবধানে দু’টি বোমা বিস্ফোরণের ঘটনায় র‌্যাবের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ সাতজন নিহত হন। এ হামলায় আহত হন অর্ধশত। গত ২৮ মার্চ সন্ধ্যায় শেষ হয় ‘অপারেশন টোয়াইলাইট’। অভিযানে নিহত হয় চার জঙ্গি।f1ab36a238c012245c15290deacd7e1b-59494273a8843পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, নব্য জেএমবি’র শীর্ষ নেতা মঈনুল ইসলাম ওরফে মুসার চেহারার মিল রয়েছে। নিহত চারজনের মধ্যে একজন মুসা হতে পারে। তবে ঘটনার প্রায় আড়াই মাস পর ডিএনএ রিপোর্টে পুলিশের সে ধারণার সত্যতা মিলল না।

বাকি দুই জঙ্গি সুসাইডাল ভেস্ট পরে আত্মঘাতি হয়েছিল। তাদের পরিচয়ও ডিএনএ টেস্টে নিশ্চিত হতে পারেনি পিবিআই।বাংলা ট্রিবিউন

Check Also

ট্রাইব্যুনালে আ.লীগ নেতাদের বিচার দেখতে এসে যা বললেন সাঈদী পুত্র

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক ৯ মন্ত্রীসহ ১৩ জনকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।