এ সপ্তাহেই টেস্ট মর্যাদা পাচ্ছে আফগানিস্তান-আয়ারল্যান্ড!

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০১৭, ১৩:৩৩:৩৫
বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান ও আয়ারল্যান্ড নিয়ে নতুন করে বলার কিছু নেই। দুটি দলই এখন আইসিসির সহযোগী সদস্য থেকে পূর্ণ সদস্য হওয়ার মতো অবস্থান সৃষ্টি করেছে।
দীর্ঘদিনের পরিশ্রমে দুই দলের পারফর্মেন্স এখন এমন যে, যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে তারা।

এ অবস্থায় দল দুটি শিগগিরই আইসিসির টেস্ট স্ট্যাটাস পেতে পারে বলে শোনা যাচ্ছে।

দুই দল এই মর্যাদা অনেক আগেই পেত, তবে দীর্ঘদিন ব্যাপারটি ভোটাভুটির জন্য ঝুলে ছিল। আর এই ভোটাভুটির কাজটি হবে এই সপ্তাহের আইসিসি সভাতেই। সেটি যদি হয়েই যায় তাহলে বাংলাদেশের পর নবম ও দশম দুটি দেশ হিসেবে এই মর্যাদা পাবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

এর আগে ২০০০ সালে আইসিসির সর্বশেষ টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা পায় বাংলাদেশ।

Check Also

আশাশুনিতে ছাত্র শিবিরের আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্ট

আশাশুনি প্রতিনিধি।। আশাশুনিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।