উত্তর কোরিয়ায় বন্দি থেকে ফেরা মার্কিন ছাত্রের মৃত্যু

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :

oto_50054_1497932425

উত্তর কোরিয়ায় বন্দি থেকে ফেরা মার্কিন ছাত্র অটো ওয়ার্মবিয়ের মারা গেছেন। দেশে ফেরার এক সপ্তাহের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলো।

উত্তর কোরিয়াতে ১৫ মাস কারাগারে ছিলেন ওয়ার্মবিয়ের। এর মধ্যে এক বছরই তিনি কোমায় ছিলেন।

গত মঙ্গলবার সেই অবস্থাতেই তাকে তার পরিবারের কাছে ফেরত দেয়া হয়।

এরপর সিনসিনাটির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এর এক সপ্তাহের মধ্যে মারা গেলেন অটো ওয়ার্মবিয়ের। খবর বিবিসি।

অটো ওয়ার্মবিয়ের মৃত্যু নিয়ে তার পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে উত্তর কোরিয়াতে নির্যাতনের শিকার হয়ে তিনি মারা গেছেন।

অটো ওয়ার্মবিয়ের বয়স ছিলো ২২ বছর। বন্ধুদের সঙ্গে উত্তর কোরিয়াতে গিয়েছিলেন অবকাশ যাপনে।

সেখানে হোটেলের একটি সাইনবোর্ড চুরি করার অপরাধে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছিলো। সেসময়ই বিষয়টি ব্যাপক আলোচিত হয়।

কিন্তু গত এক বছর ধরে অটো ওয়ার্মবিয়ের কোমায় থাকার বিষয়টি তার পরিবারের কাছেও গোপন রাখা হয়েছিলো।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে বচিউলিজম নামের এক অসুখে তার এই অবস্থা হয়েছে।

কিন্তু এই অসুখ কিভাবে হলো তার কোন ব্যাখ্যা নেই। তবে দেশে ফেরার পর চিকিৎসকদের একটি প্যানেল তাকে পরীক্ষার পর মস্তিষ্কে আঘাতের কথা উল্লেখ করেন।

এদিকে এই শিক্ষার্থীর মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে একটি নিষ্ঠুর রাষ্ট্র বলে উল্লেখ করেছেন।

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।