ক্রাইমবার্তা রিপোট: মহানগরীর দৌলতপুরে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর সরকারী বিএল কলেজের সামনে আব্দুল্লাহ ফয়সল ওরফে শিপলু মোল্লা (৩০) নামে ওই ছাত্রদল কর্মীর ওপর হামলা হয়। পরে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিএল কলেজ শাখা ছাত্রদলের সদস্য শিপলু খুলনা সিটি করপোরেশনের চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লার ভাতিজা।
মহানগর পুলিশের দৌলতপুর অঞ্চলের সহকারী কমিশনার সোনালী সেন বলেন, প্রতিপক্ষের সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শিপলুর শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে শিপলুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান পথেই তার মৃত্যু হয়েছে।
শিপলুর বিরুদ্ধে দৌলতপুর থানায় চাঁদাবাজির অভিযোগে চারটি মামলা রয়েছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, প্রতিপক্ষ একটি গ্রুপ পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিপলুর বাড়ি দৌলতপুর শহরের দেয়ানা এলাকায়।
এদিকে ঘটনার পরপরই মহানগর বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ সংগঠনের নেতা-কর্মীরা শিপলুর লাশ দেখতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
Check Also
যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি
যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …