ক্রাইমবার্তা রিপোটসাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা এলাকায় নিজ মাছের ঘের থেকে সাবেক এক মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই শিক্ষকের নাম ইব্রাহিম খলিল (৬০)। তিনি স্থানীয় একটি মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।
পুলিশ সূত্রে জানা যায়, মাটিয়াডাঙ্গায় ছোট একটি মাছের ঘের ছিল ইব্রাহিমের। সেখানে তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি কেউ তাঁকে হত্যা করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ইব্রাহিম খলিল প্রতিদিনের মতো বুধবার ভোরে ফজরের নামাজের পর নিজের ঘেরে মাছ সংগ্রহে যান। সকালে সেখানে তাঁর লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ওসি আরো জানান, লাশ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …