ক্রাইমবার্তা রিপোট:: কূটনীতিক মো. নাজমুল ইসলামকে সুইডেনে এবং ওমানে মো.গোলাম সারওয়ারকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ১৫তম বিসিএস এর মাধ্যমে ফরেন সার্ভিসে যোগ দিয়ে কূটনীতিক ক্যারিয়ার শুরু করা মো. নাজমুল ইসলাম বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন, জিএস অ্যান্ড আইসিটি) হিসেবে কর্মরত আছেন।
এদিকে ওমানে পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার ১৯৯১ সালে ১০ম বিসিএসের মাধ্যমে ফরেন সার্ভিসে যোগ দেন। বর্তমানে সুইডেনে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন তিনি। কূটনৈতিক ক্যারিয়ারে তিনিও জেদ্দায় কনসাল জেনারেল এবং ওয়াশিংটন ডিসির বাংলাদেশ মিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
Check Also
প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …