সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা জেলা পরিষদের ৬ষ্ঠ সভায় ২০১৭-১৮ অর্থ-বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের সভা কক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা পরিষদের পপ্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলামের সঞ্চালনায় ২০১৭-১৮ অর্থ-বছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম মাহবুবুর রহমান, জেলা পরিষদের সদস্য রোকেয়া মোসলেম উদ্দিন. শিল্পী রাণী মহলদার, শেখ আমজাদ হোসেন, মো. মতিয়ার রহমান গাজী, মো. ওবায়দুর রহমান লাল্টু, মনিরুল ইসলাম, সৈয়দ আমিনুর রহমান বাবু, এস.এম আসাদুর রহমান, মো. নুরুজ্জামান, ডালিম কুমার ঘরামী, এম.এ হাকিম, মো. মহিতুর রহমান, দেলোয়ার হোসেন, মীর জাকির হোসেন, এড.শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা, মো. আল ফেরদৌস আলফা ও কাজী নজরুল ইসলাম প্রমুখ। ২০১৭-১৮ অর্থ বছরে ২৪ কোটি ৪১লক্ষ ৫০ হাজার ৫১৮টাকা ৬৪ পয়সার বাজেট ঘোষনা করা হয়। ২০১৫-২০১৬ সনের প্রকৃত আয় ও ব্যয় ছিল ১৫ কোটি ৯৪ লক্ষ ৬৩ হাজার ৪৭ টাকা ৩৯ পয়সা। সাতক্ষীরা জেলা পরিষদের ৬ষ্ঠ সভায় ২০১৭-১৮ অর্থ-বছরের বাজেট ঘোষণা শেষে বাজেটের উপর উন্মুক্ত আলোচনা করেন জেলা পরিষদের সদস্যরা। জেলা পরিষদের ৬ষ্ঠ সভায় ২০১৭-১৮ অর্থ-বছরের বাজেটকে জেলার জনকল্যাণমূখী বলে উল্যেখ করেন জেলা পরিষদের সদস্যরা। এসময় জেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Check Also
আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি সদর ইউনিয়নের ৮টি ওয়ার্ডে আংশিক কমিটি গঠন করা …