জেএমবির বিস্ফোরক ও রাসায়নিক সরবরাহকারী দু’জনকে গাজীপুর থেকে আটক করেছে র‌্যাব ॥

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা, ২২ জুন ঃ গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে জেএমবির বিস্ফোরক ও বিস্ফোরক তৈরীর রাসায়নিক সরবরাহকারী দু’জনকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। আটককৃতরা হলো- মেহেদী হাসান বাবুল (৩৬) ও আনোয়ার হোসেন (২৮)। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে।9

র‌্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানান, গত ৭ মে র‌্যাব-১ এর অভিযানে জেএমবি এর আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরীর রাসায়নিক পদার্থ সরবরাহকারী জঙ্গী সদস্য ইমরান এবং তার সহযোগী রফিককে বিপুল পরিমান বিস্ফোরক ও বিষ্ফোরক তৈরীর সরঞ্জামাদিসহ আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে র‌্যাব-১ এর সদস্যরা গাজীপুরের সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকায় অভিযান চালিয়ে বাবুল ও আনোয়ারকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জেএমবি’র বিস্ফোরক তৈরীর রাসায়নিক পদার্থ সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদেরকে থানায় হস্তান্তর এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।