, ক্রাইমবার্তা ডেস্করিপোর্টঃ ঢাকা: জাতীয় সংসদের স্পিকারকে উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমার বাংলাদেশ দুর্ভাগ্যের দেশ। বাঙালিরা অস্থির। পাঁচ বছর গেলে অস্থির হয়ে যাই। পরিবর্তন করতে হবে। কেন পরিবর্তন করতে হবে? চালের দামের জন্য পরিবর্তন করতে হবে। একটা সামান্য ঘটনার জন্য পরিবর্তন করতে হবে’।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেন, দীর্ঘ সময় একটি সরকার থাকায় সিঙ্গাপুর ও মালয়েশিয়া দ্রুত উন্নতি করেছে। বাংলাদেশের মানুষ অস্থির, সে জন্য তারা একটি সরকারকে পাঁচ বছরও সময় দিতে চায় না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিঙ্গাপুর কীভাবে এগিয়ে গেছে, সব ইতিহাস জানি আমরা। সবাই এখানে দেখছি। কেন? ২৫ বছর সময় দিয়েছে একটা লোককে, লি কুয়ানকে। সিঙ্গাপুরের জনগণ ভোট দিয়ে সময় দিয়েছে মাননীয় স্পিকার। মালয়েশিয়াকে দিয়েছে ২২ বছর, একটা নেতাকে।