মসুলে আল-নুরি মসজিদ উড়িয়ে দিয়েছে আইএস!

মসুলে আল-নুরি মসজিদ উড়িয়ে দিয়েছে আইএস!
অনলাইন ডেস্ক

প্রকাশ : ২২ জুন ২০১৭,

ইরাকের মসুল শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক আল-নুরি মসজিদ গুড়িয়ে দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ইরাকি বাহিনীর বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
তবে, আইএসের মুখপত্র আমাক নিউজের এক খবরে জানানো হয়েছে, আইএস না বরং মার্কিন বিমান থেকে বোমা মেরে ওই মসজিদটি ধ্বংস করা হয়েছে।

২০১৪ সালে আল-নুরি মসজিদ থেকেই আইএসপ্রধান আবু বকর আল বাগদাদি ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছেন, পরাজয় নিশ্চিত দেখে সবকিছু ধ্বংস করছে আইএস। মসুলে নিকটবর্তী সেনাবাহিনী দেখে তারা আল-নুরি মসজিদ উড়িয়ে দিয়েছে।

অপরদিকে আইএসের বার্তা সংস্থা আমাক এক বিবৃতিতে জানায়, গত বুধবার যুক্তরাষ্ট্রের বিমান থেকে ফেলা এক বোমার আঘাতে ওই মসজিদটি উড়ে যায়।

অবশ্য, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আইএসের এই দাবিকে এক হাজার শতাংশ মিথ্যা বলে আখ্যা দিয়েছেন।

মার্কিন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জোসেফ মার্টিন বলেছেন, আইএস ইরাক এবং মসুলের একটি গুরুত্বপূর্ণ সম্পদ ধ্বংস করল। এটা মসুল শহর এবং পুরো ইরাকিবাসীর বিরুদ্ধে একটি অপরাধ।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি মসজিদটি ধ্বংসকে এক অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন।

বিমান থেকে তোলা ছবিতে দেখা গেছে, লম্বা মিনারওয়ালা মসজিদটির একটি ছোট্ট ধ্বংসাবশেষ কেবল অবশিষ্ট রয়েছে। মসজিদটি প্রার্থনাকেন্দ্র ছাড়াও প্রাচীন গ্রন্থ সংগ্রহশালা ও গবেষণাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

Check Also

স্ত্রীকে নিয়ে ঢাকায় রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার

ঢাকায় রিকশা চালাচ্ছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ! ভাবতে অবাক লাগলেও সম্প্রতি তেমনি এক ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।