ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল, শ্যামনগর ব্যুরো ঃ আজ সকাল ১০ টায় সাতক্ষীরা ৪ আসনের এমপি জগলুল হায়দার তার ঐচ্ছিক তহবিল থেকে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার একশত জন প্রতিবন্ধিদের মাঝে ৫লক্ষ টাকা বিতরণ করলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ অনুদান প্রদান করা হয়। শ্যামনগর উপজেলার ৬০জন ও কালিগঞ্জ আংশিক ৪০জন প্রতিবন্ধীদের মাঝে প্রত্যেক কে ৫ হাজার টাকা করে দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসীন উল মুলক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ সাদিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান ও সমাজ সেবা কর্মকর্তা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি এস, এম, জগলুল হায়দার বলেন, বর্তমান সরকার দুস্ত ও অসহায় বান্ধব সরকার। দুস্ত ও অসহায়দের সকল প্রকার সহযোগিতায় সরকার শতভাগ আন্তরিক। তিনি প্রতিবন্ধি পরিবারের বসবাসের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে খাস জমি বন্টনের পরামর্শ দেন।
Check Also
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …