পাইকগাছায় এমপির মধ্যস্থতায় থানা-হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে শান্তিপূর্ণ সমাধান

ক্রাইমবার্তা রিপোট:পাইকগাছা প্রতিনিধি ॥পাইকগাছায় অবশেষে এমপির মধ্যস্থতায় ও প্রশাসনের সহায়তায় পুলিশ-হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির শান্তিপূর্ণ সমাধান হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে দু’পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের পর এক পর্যায়ে ভুল বোঝাবুঝির অবসান হওয়ায় সকল শ্রেণীপেশার মানুষ এমপিসহ সংশ্লিষ্টদের স্বাগত জানিয়েছেন। 11
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ বুধবার সকালে থানা পুলিশের সদস্য বাপ্পী কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে স্ত্রী ও এক পুলিশ সদস্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্জয় ঐ পুলিশ সদস্যের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুললে এক পর্যায়ে ওসি আমিনুল ইসলাম বিপ্লব ও সংবাদকর্মীরা হাসপাতালে জড়ো হলে পরিস্থিতি ভিন্ন মাত্রায় রূপ নেয়। জানা গেছে, পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ যার যার অবস্থান থেকে বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন এবং সর্বশেষ এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউএনও পর্যন্ত গড়ায়। যা গতকাল দৈনিক পত্রিকাসহ কয়েকটি আঞ্চলিক পত্রিকায় প্রকাশিত হয়। এ পরিস্থিতিতে সকালে উদ্ভুত পরিস্থিতিতে এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক উভয়পক্ষকে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে শান্তিপূর্ণ সমাধান করে দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, ওসি আমিনুল ইসলাম বিপ্লব, ওসি (তদন্ত) জাবিদ হাসান, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, এমপিপুত্র শেখ মনিরুল ইসলাম, ডাঃ নিতিশ কুমার গোলদার, ডাঃ সুজন সরকার, ডাঃ সঞ্জয় মন্ডল, ডাঃ মশিউর রহমান মুকুল, ডাঃ আহসানারা বিনতে ময়না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার মন্ডল সহ সাংবাদিকবৃন্দ।

দাকোপে সাংবাদিক রুমান আহমেদের উপর হামলার প্রতিবাদে পাইকগাছা প্রেসক্লাবের বিবৃতি
পাইকগাছা প্রতিনিধি ॥
দাকোপে সাংবাদিক রুমান আহমেদ সন্ত্রাসীদের হামলায় আহত হওয়ায় সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিবৃতি দিয়েছেন পাইকগাছা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, গাজী সালাম, জি,এ গফুর, জি,এম, মিজানুর রহমান, সাবেক সম্পাদক এস,এম, আলাউদ্দীন সোহাগ, হাফিজুর রহমান রিন্টু, বাবুল আক্তার, এন. ইসলাম সাগর, ইমদাদুল হক, স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দীন রাজা, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, বিভাসেন্দু সরকার, প্রমথ রঞ্জন সানা, আব্দুল মজিদ, খায়রুল ইসলাম, আব্দুল রাজ্জাক বুলি, অমল কৃষ্ণ মন্ডল, ইমদাদুল হক, কৃষ্ণ রায়, আবুল হাশেম প্রমুখ।

Check Also

আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।