বেতন-বোনাসের পরিশোধের দাবিতে টঙ্গীতে পোশাক শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধ ॥ পুলিশের সঙ্গে সংঘর্ষ ॥ টিয়ারশেল ও বুলেট নিক্ষেপ ॥ পুলিশসহ আহত ২৫ ॥

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতা,  ঃ ঈদ উপলক্ষে বেতন বোনাসের পরিশোধের দাবিতে বুধবার রাতে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পাঞ্চলের দু’টি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এসময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চার্জ করেছে এবং টিয়ার শেল ও সর্টগানের গুলি ছুড়েছে। এতে অন্ততঃ ২৫ জন পুলিশ ও শ্রমিক আহত হয়েছে।5

টঙ্গী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার ও স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে পৃথক ঘটনায় গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকার ক্যাপোরী এ্যাপারেলস লিমিটেড ও মেহেরুননেছা নামের দু’পোশাক কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরে তাদের পাওনা বেতন ও বোনাস পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়ে আসছিল। কিন্তু কর্তৃপক্ষ বারবার আশ^াস দিয়েও শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। অবশেষে বুধবার বিকেলে ওই দু’কারখানার শ্রমিকরা বেতন ও বোনাস পরিশোধের দাবীতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা কর্তৃপক্ষের সাড়া না পেয়ে কারখানা থেকে বেরিয়ে এসে কারখানার পাশর্^বর্তী টঙ্গী-কালীগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে টঙ্গী-সিলেট আঞ্চলিক সড়কসহ আশপাশের সড়ক অবরুদ্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশের কয়েক সদস্য আহত হয়। এসময় পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে এবং ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে রাত ৯টার দিকে পুলিশ টিয়ার শেল ও সর্টগানের গুলি ছুড়ে আন্দোলনরতদের ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনার পর পুলিশের মধ্যস্থতায় রাতেই ওই দু’কারখানার শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের কার্যক্রম শুরু করা হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, এ ঘটনায় ২০ শ্রমিক আহত হয়। আহত শ্রমিকদের টঙ্গী সরকারি হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Check Also

ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

আবুল হোসেন সদর প্রতিনিধি : ঘোনা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।