শ্যামনগরে প্রতিবদ্ধিদের মাঝে নগদ অর্থ প্রদান করলেন এম, পি, জগলুল হায়দার

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল, শ্যামনগর ব্যুরো ঃ আজ  সকাল ১০ টায় সাতক্ষীরা ৪ আসনের এমপি জগলুল হায়দার তার ঐচ্ছিক তহবিল থেকে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার একশত জন প্রতিবন্ধিদের মাঝে ৫লক্ষ টাকা বিতরণ করলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা হলরুমে আনুষ্ঠানিক ভাবে এ অনুদান প্রদান করা হয়।10 শ্যামনগর উপজেলার ৬০জন ও কালিগঞ্জ আংশিক ৪০জন প্রতিবন্ধীদের মাঝে প্রত্যেক কে ৫ হাজার টাকা করে দেওয়া হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসীন উল মুলক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ সাদিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান ও সমাজ সেবা কর্মকর্তা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি এস, এম, জগলুল হায়দার বলেন, বর্তমান সরকার দুস্ত ও অসহায় বান্ধব সরকার। দুস্ত ও অসহায়দের সকল প্রকার সহযোগিতায় সরকার শতভাগ আন্তরিক। তিনি প্রতিবন্ধি পরিবারের বসবাসের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে খাস জমি বন্টনের পরামর্শ দেন।

Check Also

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।