অপু-শাকিবের “রঙে রঙে মনের রঙে” ভাইরাল (ভিডিও)

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:: নানা কারণে দীর্ঘ দিন ধরে ঢালিউড পাড়ায় আলোচনার তুঙ্গে দেশের অন্যতম সেরা অভিনেতা শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। এই শাকিব-অপু দম্পতি অভিনিত “রঙে রঙে মনের রঙে” শিরোনামে একটি গানের ভিডিও গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে আপ করা হয়েছে। গানটি আপ করার একদিনের মধ্যে সেটি ভাইরাল হয়েছে।

অপু-শাকিবের
শুক্রবার সকাল পর্যন্ত ইউটিউবে গানটিতে প্রায় দুই লাখ ভিজিটর হিট করেছেন। গানের ভিডিও ক্লিপটি অপু বিশ্বাস তার ফেসবুক ভেরিফায়েড পেজে শেয়ার দিয়েছে। এছাড়াও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার, লাইক ও কমেন্ট দিয়েছেন গানটি নিয়ে। যা এখন রীতিমতো ভাইরাল।

শাকিব-অপু অভিনিত “রঙে রঙে মনের রঙে” শিরোনামের গানটির কথা লিখেছেন বুলবুল বিশ্বাস ও আবদার রহমান। সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল ও তাহসিন আহমেদ এবং নৃত্য পরিচালক ছিলেন হাবিব।

গানটির ভিডিও লিংক

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।