ক্রাইমবার্তা রিপোট:পাইকগাছা প্রতিনিধি ॥পাইকগাছায় দুষ্টামি করার অপরাধে প্রাইভেট শিক্ষকের কুঞ্চির লাঠির পেটানিতে পঞ্চম শ্রেণীর ছাত্র (৯) মারাত্মক আহত হয়েছে। আহত অবস্থায় তাকে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলার বি.বি. শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র ইমন আহমেদ বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী আবুল হাশেমের কাছে প্রাইভেট পড়ে। শুক্রবার সকাল ৯টায় একই শ্রেণীর ছাত্র হাবিবুরের সাথে দুষ্টামি করার অপরাধে প্রাইভেট শিক্ষক কুঞ্চির লাঠি দিয়ে বেধড়ক পেটানি দেয়। যাতে তার শরীরের বিভিন্ন অংশ ফোলা জখম হয়। বিষয়টি থানায় অবহিত করা হলে থানা পুলিশ প্রাইভেট শিক্ষক নৈশ প্রহরীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আবুল হাশেমের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার ভুল হয়ে গেছে। মারধরটা বেশি হয়েছে। আমি ইমনের বাবা মায়ের কাছে ক্ষমা চেয়েছি। দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষা কর্মকর্তা মিঠু বলেন, বিষয়টি শুনেছি। তবে দুঃখজনক। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …