শ্যামনগরে আ’লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর ব্যুরো :শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের স্বতস্ফুর্ত অংশ গ্রহনে উপমহাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে11

আজ  শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগ যথাযথ কার্যক্রম গ্রহন করে। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাশিমাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী আনিসুজ্জামান আনিচ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংগঠনিক ব্যক্তিত্ব এস, এম, আতাউল হক দোলন, এ সময় বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. শোকর আলী, রমজাননগর ইউপি চেয়ারম্যান আল মামুন, তাজউদ্দীন আহম্মেদ, সুশান্ত বিশ্বাস বাবুলাল ও স.ম আব্দুস সাত্তার, খলিলুর রহমান, সাঈদ-উজ-জামান সাঈদ প্রমুখ। প্রধান অতিথি তার ভাষনে বলেন, আসুন দলীয় বিভেদ ভূলে সবাই একত্রিত হয়ে বাঙলার দুঃখি মানুষের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ৪র্থবারের মত রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে তৃণমুল পর্যায় থেকে কাজ শুরু করি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন

 

সুন্দরবনে জেলে ৫০ হাজার টাকা মুক্তিপন দিয়ে বাড়ীতে ফিরেছে
শ্যামনগর ব্যুরো :
অবশেষে বনদস্যু নুর ইসলাম বাহিনীকে ৫০ হাজার টাকা মুক্তিপন পরিশোধ করে নিজ বাড়ীতে ফিরেছে জেলে রাজ্জাক। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে সে বাড়ীতে ফেরে। এর আগে ১৭জুন সুন্দরবনের দারগাং এলাকা থেকে ভোর ৫টার দিকে তাকে অপহরণ করে নুর ইসলাম বাহিনী। সূত্র মতে, গত ১৫ই জুন কৈখালী বন অফিস ৯৩নং পাশ পত্র নিয়ে সুন্দরবনে রাজ্জাক প্রবেশ করে। সেখান থেকে সে অপহৃত হয়। পরবর্তীতে পারিবারিক দেন দরবারে ৫০ হাজার টাকা মুক্তিপন পরিশোধ করে গতকাল সুন্দরবনের রায় মঙ্গল নদী সংলগ্ন কচুখালী খাল এলাকায় রাজ্জাককে মুক্তি দেয়।

 

Check Also

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।