সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের ঈদুল ফিতরের শুভেচ্ছা

ক্রাইমবার্তা রিপোট: সাতক্ষীরা প্রতিনিধি: দীর্ঘ এক মাস কঠোর সিয়াম সাধনার পর অনাবিল আনন্দ ও খুশির বার্তা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ-উল-ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সাতক্ষীরা তথা এ দেশের সকল নাগরিকের জীবন।17
মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ধনী গরীবের ব্যবধান দূরীভূত হয়। ঈদ-উল-ফিতর আমাদের সকলকে এক কাতারে আসতে এবং অপরের প্রতি সহমর্মিতা দেখাতে শিক্ষা দেয়। ঈদ-উল-ফিতরের এই শিক্ষা ধারণ করে প্রত্যেকেই সকল ধর্মের লোকদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করব এটাই হোক আমাদের প্রত্যয়। ঈদ-উল-ফিতরের এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। ঈদের এই অনাবিল আনন্দ, সুখ-শান্তি বছরের প্রতিটি দিনই প্রবাহিত হোক দেশের প্রতিটি মানুষের অন্তঃকরণে- এই প্রত্যাশায় সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!!!

Check Also

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।