জঙ্গি হামলার কারণ উড়িয়ে দেয়া যায় না: ওবায়দুল কাদের

জঙ্গি হামলার কারণ উড়িয়ে দেয়া যায় না: ওবায়দুল কাদের
,ক্রাইমবার্তা রির্পোটঃ সাভার:  দেশে জঙ্গি হামলার কারণ উড়িয়ে দেয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে ঈদে ঘর মুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শন কালে সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে জঙ্গি হামলার কারণ উড়িয়ে দেয়া যায়না। হলি আর্টিজানে হামলা হবে ও শোলাকিয়ায় হামলা হবে এ আশঙ্কা আমরা কখনো করিনি। তার পরেও জঙ্গিরা হামলা করেছে। বিএনপির আন্দোলন চোরাবালির মধ্যে আটকে গেছেও বলে মন্তব্য করেন তিনি।

এসময় ঢাকা ১৯ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকছুদ, সাভার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা উপস্থিত ছিলেন।

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।