শুক্রবার সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলন করে তাকে বাতিলের ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘দেশীয় চলচ্চিত্র ধ্বংসের প্রক্রিয়ায় যারা নেমেছে তাদের আমরা আমাদের সিনেমার উঠানে ঢুকতে দেব না। অফিস খুললে ওদের লিখিত চিঠি পাঠানো হবে। কিন্তু আজ এই মুহূর্ত থেকে ওরা এফডিসিতে নিষিদ্ধ।’
তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রে জ্যেষ্ঠ শিল্পীদের সম্পর্কে বিরূপ মন্তব্য ও আন্দোলনকারীদের সম্পর্কে অশালীন বক্তব্য দেয়ায় শাকিবকে বিএফডিসিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।’
শাকিব খান জ্যেষ্ঠ অভিনেতা ফারুককে অসম্মান করে বক্তব্য দিয়েছে অভিযোগ করে অভিনেতা আলমগীর বলেন, ‘শাকিব জনপ্রিয় তারকা, অনেক টাকা পয়সাও হয়েছে। কিন্তু তার বুদ্ধি লোপ পেয়েছে।’
বহিষ্কারের ব্যাপারে শাকিব খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এখন লন্ডনে অবস্থান করছি, বহিষ্কারের বিষয়টি আমি শুনেছি, আসলে এ সিদ্ধান্ত হাস্যকর। আমি এটা নিয়ে ভাবছি না। আমি আমার কাজ করে যেতে চাই। আন্দোলনকারীরা জ্যেষ্ঠ শিল্পীদের ব্যবহার করছেন। সম্মানিত জ্যেষ্ঠ শিল্পীদের বিষয়টি বুঝতে পারা উচিত।’