বিএনপি জ্বালাও পোড়াও করলে কঠোর হাতে দমন: নাসিম

ক্রাইমবার্তা রিপোট:আন্দোলনের নামে বিএনপি জ্বালাও পোড়াও করলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আওয়ামী লীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপি জ্বালাও পোড়াও করলে কঠোর হাতে দমন: নাসিম
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে কঠোরভাবে দমন করা হবে। কারণ, জনগণ আন্দোলন চায় না, ভোটের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে চায়।তিনি বলেন, আবেগতাড়িত হয়ে কথা বললে হবে না। অতীতের ও বর্তমান সরকারের মধ্যে তুলনা করে কথা বলতে হবে। দেশ ও দেশের মানুষ যখন নানা ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছিল, তা থেকে দেশকে কোথায় নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকার, এসব বিবেচনায় আনুন।

মোহাম্মদ নাসিম বলেন, জনগণকে বলব- এসব বিবেচনা করে ভোট দিন। ভেবে দেখুন, দেশ পরিচালনায় শেখ হাসিনা নেতৃত্বাধীনের বিকল্প নেই।

 

Check Also

সাতক্ষীরা পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমীরের শপথ

মাসুদ রানা, সাতক্ষীরা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার পৌর ৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।