ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:পাকিস্তানে ক্রিকেট আসরকে আবারও সক্রিয় করতে দেশটিতে বিশ্ব একাদশ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি।
আগামী সেপ্টেম্বরে পাকিস্তান ও বিশ্ব একাদশের মধ্যে তিন ম্যাচের টি-২০ আসর আয়োজনের চিন্তা করছে আইসিসি।
লন্ডনে সংস্থাটির এক বার্ষিক সভা শেষে শুক্রবার এ ঘোষণা দেয়া হয়। খবর ইন্ডিয়াডটকমের।
সম্ভাব্য খেলার তিন ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। এবিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে আসিসির পক্ষ থেকে বলা হয়েছে।
২০০৯ সালে পাকিস্তানে শ্রীলংকার ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে দেশটি তাদের আভ্যন্তরীণ ম্যাচও দেশের বাইরে খেলছে।
দুই বছর আগে জিম্বাবুয়ে পাকিস্তানে খেলতে যেতে রাজি হলেও শেষ পর্যন্ত যাওয়া হয়নি।
গত ১৮ জুন পাকিস্তান ১৮০ রানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে সেখানে ক্রিকেট আসর সক্রিয় করার প্রত্যাশা বেড়েছে।
পাকিস্তান দলের কোচ মিকি আর্থারও পাকিস্তানে ক্রিকেট আসর ফিরিয়ে নেয়ার ব্যাপারে প্রত্যাশা ব্যক্ত করেছেন।
তিনি বলেন, আমরা আগামী সেপ্টেম্বর মাসে পাকিস্তানে বিশ্ব একাদশের সঙ্গে টি ২০ ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছি।