স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিছু সংখ্যক লোক খুব মারাত্বকভাবে দগ্ধ হয়েছে এ ঘটনায় যখন তারা ট্যাংকার থেকে ফুয়েল সংগ্রহ করতে চেয়েছিলেন। এ ঘটনায় দগ্ধদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
ধারণা করা হচ্ছে, দ্রুত গতির জন্যই ট্যাংকারটিতে আগুন ধরেছে ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জিটিভি এর খবরে বলা হয়, ঘটনাস্থলে কিছু লোক ধুমপান করছিল, যার থেকেও অগ্নিকা- হতে পারে বলে তাদের ধারণা।
এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের গণমাধ্যমে ঘটনাস্থলের কিছু ছবি প্রকাশ করা হয়েছে। যেখানে ক্ষতিগ্রস্ত যানবাহনের ছবি প্রকাশ পেয়েছে।
সূত্র: বিবিসি অনলাইন