ক্রাইমবার্তা রিপোটঃ কাতারের আমির শেখ মোহাম্মাদ তামিম বিন হামাদ আলে সানি এবং ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। আজ (রোববার) দু নেতা টেলিফোনে এ আলোচনা করেন এবং তারা দু দেশের মধ্যকার অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলেন।
ইরানি প্রেসিডেন্টের দপ্তরের রাজনৈতিক শাখার পরিচালক হামিদ আবু তালিব তার টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ও কাতারের আমির দু দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিশেষ করে বেসরকারির খাতের সম্পর্ক উন্নয়নের বিষয়ে জোর দিয়েছেন। এ সময় দু নেতা এ অঞ্চলে নিষেধাজ্ঞা ও চাপ সৃষ্টি এবং কাতারের ওপর অবরোধ আরোপের বিষয়টি প্রত্যাখ্যান করেন। তারা মুসলিম বিশ্বের মধ্যে ঐক্য ধরে রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
এছাড়া, ফোনালাপে দু নেতা একে অপরকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সূত্র : ওয়েসসাইট