মিস ইন্ডিয়া হলেন মানুসি ছিল্লার

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:এবারের ৫৪তম ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’ খেতাব জিতে নিয়েছেন হরিয়ানার মানুসি ছিল্লার। রোববার রাতে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন জম্মু ও কাশ্মীরের সানা দুয়া। দ্বিতীয় রানার আপ হয়েছেন বিহারের প্রিয়াঙ্কা কুমারী।

প্রথম হওয়া মানুসির জন্ম ডাক্তার পরিবারে। তার পড়াশোনা দিল্লির সেন্ট থমাস স্কুলে এবং সোনপতের ভগত ফুল সিং গভর্মেন্ট কলেজ অফ উওমেনে।

ভারতের ৩০টি রাজ্যের সেরা সুন্দরীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শেষ পর্বে সব প্রতিযোগীরাই মনীশ মালহোত্রার ডিজাইন করা ভারতীয় পোশাক পরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২০১৬-এর মিস ওয়ার্ল্ড স্টেফানি ডেল ভেল, বলিউড তারকা অর্জুন রামপাল, বিপাশা বসু, বিদ্যুৎ জামাল, অভিষেক কাপুর, ইলিয়ানা ডিক্রুজ, দীপান্বিতা শর্মা ও নেহা ধুপিয়া।

 

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।