সারাদেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
ক্রাইমবার্তা রির্পোটঃ
সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিবছর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয় কাজী নজরুল ইসলামের গানের সুরে ‘দোস্ত-দুশমন’ ভুলে, সব ধর্মের মানুষ ‘হাতে হাত মিলিয়ে’।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রত্যাশা করেছেন, হিংসা-বিদ্বেষ পেছনে ফেলে ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনবে। দেশবাসীকে তারা জানিয়েছেন ঈদুল ফিতরের শুভেচ্ছা।
গত বছর ঈদুল ফিতরের ঠিক এক সপ্তাহ আগে গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন ১৭ বিদেশিসহ ২২ জন। এরপর ঈদের সকালে শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় জামাতের ঠিক আগে আগে পুলিশের চৌকিতে জঙ্গি হামলায় নিহত হন এক নারীসহ চারজন।
ওই দুই হামলার প্রেক্ষাপটে বছরজুড়ে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অর্ধশতাধিক জঙ্গি নিহত হয়।
এবারও ঈদে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী; ঈদ জামাতে জায়নামাজ ছাড়া কিছু না নিতে অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
সারাদেশে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর
সারাদেশে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। আবহাওয়া অনুকূলে থাকায় এবার মুসল্লীদের সমাগম ছিলো অনেক বেশি। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, মন্ত্রীপরিষদ সদস্য, বিচারপতি এবং সরকারি-বেসরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিপুল সংখ্যক মুসল্লী জাতীয় ঈদগাহ জামাতে অংশ নেন। মূল ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কেও মুসল্লীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নামাজ শেষে মোনাজাতে দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে সকাল সকাল ৭ টায় অনুষ্ঠিত হয় ঈদুল ফিতরের প্রথম জামাত।
পরে আরো ৪টি জামাত হবে এখানে। জাতীয় মসজিদের এ সব জামাতে বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। এদিকে, ঈদের দিন ও পরের দু’দিন ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তর। আকাশ আংশিক মেঘলা থাকলেও ভারী বর্ষণের শঙ্কা নেই। তবে বিকালে বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে।