সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগা জামাত
নিচে পাটকেলঘাটা বলফিল্ড মাঠে অনু্ঃজামাত
সাতক্ষীরায় সর্বস্তরের মানুষ ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। আজ সকাল ৮টায় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের প্রথম নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম। নামাজে অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, কেন্দ্রীয় ঈদগাহের সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন, প্রফেসর খায়রুল ইসলাম, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ আজিজুল হক, হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, আবু আফফান রোজবাবু, শেখ আলম, মাসিক সাহিত্যপাতার সম্পাদক মোঃ আব্দুর রহমানসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনসাধারণ।
ঈদগাহের ঈদের জামাতকে ঘিরে তৎপর ছিলেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ঈদের নামাজের পর দেশ-জাতির সম্মৃদ্ধি ও সকল মানুষের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে বিগত এক মাসের রোজা কবুলিয়াত এবং বান্দার পাপ মোচনের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
এদিকে, আহলে হাদীস অনুসারীদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। আহলে হাদসি আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মান্নান ঈদের নামাজে ইমামতি করেন। নামাজে অংশ গ্রহণ করেন সাতক্ষীরার প্রবীন আইনজীবী এ কে এম শহীদউল্যাহ, ডা: মনোয়ার হোসেন, ডা: আবুল বাশার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মাওলানা আলতাফ হোসেন প্রমুখ।
সাতক্ষীরা পিএন স্কুল মাঠে আহলে হাদীস অনুসারীদের আরও একটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ওবায়দুল্লাহ গজনফর।
শহরের ৫ নং ওয়াডের মিয়াসাহেবের ডাঙ্গী