নাফ নদে আনন্দ ভ্রমণে গিয়ে নৌকাডুবি: উদ্ধার ১৪, নিখোঁজ ৩

ক্রাইমবার্তা রির্পোটঃ

নাফ নদে আনন্দ ভ্রমণে গিয়ে নৌকাডুবি: উদ্ধার ১৪, নিখোঁজ ৩র্টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফের নাফ নদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৪জনকে জীবীত উদ্ধার করা গেলেও ৩ শিশু নিখোঁজ রয়েছে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকায় নাফ নদের জেটির কাছে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ‘ফায়ার সার্ভিস কর্মীরা নৌকাডুবির ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নিচ্ছে। আপাতত এ ঘটনায় তিন জন নিখোঁজ রয়েছে।’

নিখোঁজ শিশু-কিশোররা হলো টেকনাফ পৌরসভার ইসলাবাদের ছব্বির আহমেদ প্রকাশ মনু মিয়ার ছেলে মো. আমিন (৯) ও আনোয়ার ইসলামের ছেলে আনোয়ার সাদেক (৮) এবং সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৬)।

স্থানীয়রা জানায়, বিকেলে জালিয়াপাড়ায় নাফ নদের নতুন জেটি দিয়ে ছোট একটি নৌকা নিয়ে শিশুরা ভ্রমণে বের হয়। কিছুক্ষণ পর হঠাৎ জোয়ারের পানিতে নৌকাটি ডুবে যায়। এসময় আশেপাশে থাকা নৌকার লোকজন ১৪ জনকে উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছে অন্তত তিন জন।

তাদের অভিযোগ, স্থানীয় কয়েকজন লোক টাকার লোভে বৃষ্টির মধ্যেও নৌকা ভাড়া দিয়ে যাচ্ছে। এজন্য এ দুর্ঘটনা ঘটেছে।

Check Also

প্রত্যেকটা অফিসের কেরানি পর্যন্ত ফ্যাসিবাদের দোসর : আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।