ইসির অধীনেই নির্বাচন, সরকার থাকবে সহায়ক ভূমিকায়’

ইসির অধীনেই নির্বাচন, সরকার থাকবে সহায়ক ভূমিকায়’
কুমিল্লা:ক্রাইমবার্তা রিপোট
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনেই হবে। আর সরকার শুধু সহায়ক ভূমিকা পালন করবে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গৌরীপুর-গোমতী সেতু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, সেনাবাহিনী তাদের নির্ধারিত ভূমিকা পালন করবে।

সেতুমন্ত্রী বলেন, গোমতী, মৌটুপি, শিবপুর ও হাদিরখাল এ চারটি সেতু আগামী জুলাই মাসে চালু হবে। সেতুগুলো চালু হলে লোকজন কম সময়ে ঢাকা চট্টগ্রাম ও কুমিল্লা যাতায়াত করতে পারবেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে কুমিল্লা-২ (তিতাস ও হোমনা) আসনের এমপি আমীর হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব) মোহাম্মদ আলী, সড়ক ও জনপদ বিভাগের কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মো. সাইফ উদ্দিন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী ও সাধারণ সম্পাদক মহসিন ভূঁইয়াসহ তিতাস ও দাউদকান্দি উপজেলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

সাতক্ষীরায় সাড়ে ৩শ’ কেজি অপদ্রব্য মিশ্রিত আম জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে বাজারজাত করার উদ্দেশ্যে গাছ থেকে আম পাড়ার সময় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৩৫০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।