ঈদ ফুর্তিতে প্রাণ গেল দুই তরুণের

index_50516_1498537262
শ্রীপুর (গাজীপুর) ক্রাইমবার্তা রিপোটঃ
ঈদের দিন করতে করতে গিয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী আহত হয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার ইন্দ্রবপুরের বঙ্গবন্ধু সাফারী পার্ক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পৌর এলাকার কেওয়া দক্ষিন খণ্ড গ্রামের নিজাম উদ্দিন নিজুর ছেলে সৈকত আকরাম (১৪) ও স্থানীয় ফখরুদ্দিন টেক্সটাইল কারখানার বাবুর্চি আক্কাছ আলীর ছেলে আনাছ আলী (১৭)। সৈকত আকরাম শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং আনাছ আলী ২০১৬ সালের একই স্কুল থেকে এসএসসি পাশ করেছে।

একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রাসেল মিয়া (১৭) আহত হয়ে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাব হোসেন জানান, সৈকত, আনাছ ও রাসেল ঈদের আনন্দে মোটরসাইকেলে বঙ্গবন্ধু সাফারী পার্কে বেড়াতে যাচ্ছিল। তাদের মোটরসাইকেল ইন্দ্রবপুর এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে সৈকত আকরাম মারা যায়। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আনাছ আলী মারা যায়।

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।