গাছের সঙ্গে বাসের ধাক্কা, মা-মেয়েসহ নিহত ৩

ক্রাইমবার্তা রির্পোটঃখাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় লেগে মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বুধবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার কালাপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা হাপছড়ি এলাকাল বারেক ফরাজির ছেলে তরিকুল ইসলাম (২৪), মাটিরাঙ্গা উপজেলা খেদাছড়া এলাকার মো. ইউনুসের স্ত্রী রিপন নেছা (২৫) ও তাদের শিশুকন্যা জান্নাতুন ফেরদৌস (০৪)।

গুইমারা থানার ওসি শফিকুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে কালাপানি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় লেগে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও অন্তত ১০ জন আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

Check Also

সাতক্ষীরায় উগ্রবাদী সাদপন্থীদের বিরুদ্ধে তৌহিদি জনতার মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি ; উগ্রবাদী সন্ত্রাসী সাদপন্থীদের কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় প্রায় পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।