তালায় পিকাপের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত

তালা :ক্রাইমবার্তা রির্পোটঃ

তালায় বেপরোয়া গতীর পিকাপের ধাক্কায় সাত্তার মাহমুদ (৫৫) নামের এক ইজিবাইক যাত্রী নিহত হয়েছে। এসময় ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছে।3

মঙ্গলবার দুপুর ২টার দিকে তালা উপশহরের শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় মোড় এলাকায় দূর্ঘটনাটি ঘটে ।

নিহত ইজিবাইক যাত্রী, সাত্তার মাহমুদ তালার সুমুজদিপুর গ্রামের মৃত মফেজ মাহমুদ এর ছেলে। সাত্তার মাহমুদ পেশায় গরু ব্যবসায়ী। তিনি গরু কেনা বেচার জন্য এদিন তালা বাজার গরুর হাটে আসছিলেন।

অপরদিকে দূর্ঘটনায় আহত ইজিবাইক চালক সাইফুল ইসলাম (৩৬) কে গুরুতর আহত অবস্থায় তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এ ভর্তি করা হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

ইজিবাইক চালক সাইফুল ইসলাম জানান, এদিন দুপুর ২টার দিকে তিনি ৭জন যাত্রী নিয়ে তালা বাজারে আসছিলেন। পথিমধ্যে শহীদ মুক্তিযোদ্ধা মোড় এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতীতে আসা খুলনাগামী পিকাপ (পিকাপ নং : খুলনা মেট্টো ন-১১-১২৭২) ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি রাস্তার পাশে উল্টে পড়ে। এসময় ঘটনাস্থলে ইজিবাইক যাত্রী সাত্তার মাহমুদ ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া এঘটনায় ইজিবাইক চালক সহ সকল যাত্রীরা কমবেশি আহত হয়।

এব্যপারে তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান জানান, দূর্ঘটনার পরপরই পিকাপ চালক পালিয়ে যায়। তবে, পিকাপটি আটক করেছে।

Check Also

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।