এ মামলার পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ৬ জুলাই দিন রেখেছেন।
বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালত চত্বরে পৌঁছান। সেখানে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
আইনজীবী জানান, পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত পঞ্চম বিশেষ জজ ড. আক্তারুজ্জামানের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ছিল। খালেদা জিয়া তাতে হাজিরা দিয়েছেন। মামলার শুনানির জন্য আগামী ৬ জুলাই দিন দিয়েছেন আদালত।
ঢাকা: জিয়া চ্যারিটেবল ও অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে ঈদের চতুর্থ দিনে বৃহস্পতিবার আদালতে গিয়ে পৌছায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, বৃহস্পতিবার খালেদা জিয়া ১১ টায় বকশীবাজারের আদালতে গিয়ে পৌছায়। তিনি আদালতে যাওয়ার জন্য সকাল পৌনে দশটার দিকে গুলশানের বাসা থেকে বেড় হয়ে ছিলেন।
পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত পঞ্চম বিশেষ জজ ড. আক্তারুজ্জামানের অস্থায়ী আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে।