রাজাপুর দু’পক্ষের সংঘর্ষে আহত ৬
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের মনোহরপুর গ্রামে বৃহস্পতিবার সকালে বাই সাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। আহতরা হল- মনোহরপুর গ্রামের হালিম গাজির ছেলে পলাশ (২২), মৃত চুন্নু গাজির ছেলে মামুন গাজি (২৩), ছত্তার গাজির ছেলে সুমন গাজি (২৩) ও মুনসুর গাজির ছেলে মিহাদ (১৯) এবং অপরপক্ষের ইসমাইল হাওলাদারের ছেলে সোহেল। সোহেল বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে বাকিরা রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি।
উল্টো মামলা দিয়ে হয়রানি
রাজাপুরে চাঁদা না পেয়ে সাংবাদিক ও তার ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা, সংকটাপন্ন অবস্থায় ঢাকায় প্র্রেরণ
রহিম রেজা, রাজাপুর (ঝালকাঠি) থেকে
ঝালকাঠির রাজাপুরের উত্তমপুর গ্রামে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক মোকাবেলা পত্রিকার নির্বাহি সম্পাদক রমজান আলী (২৮) ও তার ভাই বরকতকে (২৬) হত্যার উদ্দেশ্যে মাথায় মারাত্মকভাবে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক রমজানকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা পিজি হাসপাতালে প্র্রেরণ করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দাবিকৃত চাঁদার ৫ লাখ না দেয়ায় উত্তমপুর বাজার থেকে তাদের বাড়িতে যাওয়ার পথিমধ্যে উত্তমপুর বাজার সংলগ্ন উত্তর দিকের এলাকায় বুধবার সকালে স্থানীয় ইউপি মেম্বর মোঃ মনিরুজ্জামান ওরফে মনির মেম্বর পরিকল্পিতভাবে তার দলবল নিয়ে এ হামলা চালায়। এদিকে রমজান, তার ভাই বরকতের ওপর হামলা চালিয়ে উল্টো নিজেরা বাঁচতে তাদের ওপর হামলা হয়েছে সাজিয়ে রাজাপুর থানায় রমজানসহ ৮ জনকে আসামী করে বুধবার সন্ধ্যায় মামলা দায়ের করেছে প্রতিপক্ষরা, অভিযোগ রমজানের পরিবারের। বৃহস্পতিবার রমজানের বাবা আবুল হোসেন হাওলাদারও চাঁদাদাবি ও দুই ছেলেকে হত্যার চেষ্টায় করে টাকা ও সোনারসহ লুটের অভিযোগে মনির মেম্বরসহ ৭ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন. পারিবারিক বিষয় ও জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলিয়া আসিতেছিল। উক্ত বিরোধের জের ধরে আসামীরা বিভিন্ন রকম ক্ষতিসাধন করেছে এবং সাংবাদিক রমজানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। চাঁদার টাকা না দেয়ার জেরে আসামী মনিরুজ্জামান ওরফে মনির মেম্বর, আবুল কাশেম, কবির হোসেন, বশির, আনোয়ার হোসেন ও নুপুর বেগম হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে দা, রামদা, লোহার রড দিয়ে রমজান ও বরকতকে কুপিয়ে ও পিটিয়ে মাথার তালুতে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় ২টি স্বর্ণের চেইনসহ অর্ধলক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিমে ভর্তি করলে সেখানে সাংবাদিক রমজানের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকা পিজি হাসপাতাল প্রেরণ করেন। ঘটনার পর বুধবার সকালে থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার অচেতন রয়েছেন। রাজাপুর থানার ওসি তদন্ত হারুন অর রশিদ জানান, হামলাকারী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মনিরুজ্জামান ওরফে মনির বড়ইয়া ইউনিয়ন যুবদলের সেক্রেটারি এবং বড়ইয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের (চল্লিশ কাহনিয়া) ইউপি সদস্য। বড়ইয়া ইউনিয়ন আ’লীগের এক নেতার শেল্টারে এলাকায় জমিদখল, ইয়াবার ব্যবসা, জুয়া ও চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করছে। বড়ইয়া ইউনিয়ন বিএনপির এক নেতা জানান, মনিরুজ্জামান ওরফে মনির এলাকায় বিভিন্ন বিতর্কিত কর্মকান্ড করায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, তার অপকর্মের দায়ভার দল নেবে না। এমনকি আ’লীগের লোকজনের সাথে লিয়াজু করে বিএনপির নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করছে। তার নামে রাজাপুর থানায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে। অভিযুক্ত মনিরুজ্জামান ওরফে মনির অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয় প্রতিপক্ষরা তার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
Check Also
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …