সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৪.গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৫

ক্রাইমবার্তা রির্পোটঃ

সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাসের সংঘর্ষ, নিহত ৪ সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গার রয়হাটিতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই যাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে সলঙ্গা থানার রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রাবাহী একটি বাস ঢাকা থেকে বগুড়ায় যাচ্ছিল।

ভোরে বাসটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার রয়হাটি এলাকায় ওভারটেক করতে গিয়ে একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন ও আহত আরো দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের মৃতদেহ হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে। তবে ঘাতক বাসটি আটক করা যায়নি।

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আব্দুল কাদের জিলানী।

গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

গোপালগঞ্জের কাশিয়ানিতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩: গোপালগঞ্জের কাশিয়ানিতে যাত্রবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও কয়েকজনযাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত আরও হয়েছেন আটজন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মাঝিরগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানি থানার ওসি একেএম আলী নূর হোসেন জানান, কাশিয়ানি উপজেলা থেকে যাত্রী নিয়ে মাইক্রোবাসটি ঢাকায় যাচ্ছিল। পথে মাঝিরগাতি এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বাস ওই মাইক্রোবাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এসময় আহত হন কমপক্ষে ১০ জন।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে চিকিৎধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।