শ্রীলংকার বিপক্ষে জিম্বাবুয়ের দাপুটে জয়

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:শ্রীলংকার বিপক্ষে দাপুটে জয় পেয়েছে জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে।
শুক্রবার গলে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রানের পাহাড় দাঁড় করায় শ্রীলংকা।

দলের পক্ষে কুশল মেন্ডিস ৮৬, উপল থারাঙ্গা ৭৯* এবং গুনাথিলাকা ৬০ রান করেন।

জবাব দিতে নেমে শুরুটা ভালো না হলেও সলমন মীরের দুর্দান্ত শতক এবং সিকান্দার রেজা ও শন উইলিয়ামসের অর্ধশতকে ভর করে ৪৭ দশমিক ৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩২২ রান করে সফরকারীরা।

মীর ১১২, রেজা ৬৭*, উইলিয়ামস ৬৫ এবং ম্যালকম ওয়ালার ৪০* রান করেন।

৫ ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে গেল জিম্বাবুয়ে।

 

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।