ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন: সাতক্ষীরা আহসান নগর কোল্ড ষ্টোর মোড় এলাকায় বাস উল্টে বিলের মধ্যে পড়ে যাত্রীসহ আহত অনেকে। শুক্রবার বেলা ১১ টায় খুলনাগামী চট্টগ্রাম জ-১৪৫২ নং বাসটি পাল্টি খেয়ে বিলের মধ্যে পড়ে যায়। বিলের মধ্যে পানি থাকলেও বাসে উল্টে চাকা উপরে দিকে থাকলেও তেমন কোন হতহতের খবর পাওয়া যায়নি। যাত্রীদের কাছ থেকে জানা যায় রাস্তায় টেলিফোন লাইনের গর্ত বাসের পেছনের চাকা পড়লে বাসে বিকট শদ্ব হয়ে বাস পাল্টি খেয়ে বিলের মধ্যে পানিতে পড়ে যায়। এখবর পেয়ে হাওয়ে পুলিশ এসে বাসটি বিল থেকে ক্রেন দিয়ে উঠিয়ে নিয়ে যায়
প্রবীণ সাংবাদিক মুফতি আব্দুর রহমান কচির মৃত্যুতে
সাতক্ষীরা প্রেসক্লাবের শোক প্রকাশ
সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক, সাপ্তাহিক দখিনায়ন পত্রিকার সম্পাদক ও সংস্কৃতিকর্মী মুফতি আব্দুর রহিম কচি (৬৫) আর নইে। শুক্রুবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুফতি আব্দুর রহিম কচি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নাাহি —-রাজেউন)। মুত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি কালিদাস কর্মকার, সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মো: রবিউল ইসলাম, অর্থ-সম্পাদক ফারুক মাহবুবুর রহমান, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আহসানুর রহমান রাজীব, নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম খোকন, এম ঈদুজ্জামান ইদ্রিস, মোশাররফ হোসেন ও এবিএম মোস্তাফিজুর রহমান ও অসীম বরণ চক্রবর্তীসহ সকল সদস্যবৃন্দ। মরহুমের জানার নামাজ শনিবার দুপুর ২টায় সাতক্ষীরা সুলতানপুর ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এবং শহরের কামালনগর কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানানো হয়েছে।