ঈদ ইত্যাদির পুনঃপ্রচার আজ

ঈদের বিশেষ ইত্যাদি পুনঃপ্রচার করা হবে আজ। ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে শুরু হয় ঈদের ইত্যাদি। আর এতে প্রথমবারের মতো অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন অঞ্চলের শতাধিক সুসজ্জিত যাত্রাশিল্পী। রয়েছে অ্যান্ড্রু কিশোরের পরিবেশনায় একটি বিষয়ভিত্তিক গান। ‘ঈদে ঘরমুখো মানুষের আনন্দ এবং সড়ক দুর্ঘটনা’ এ বিষয় নিয়ে বিষয়ভিত্তিক নাচটি পরিবেশন করেছেন নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। ঈদের ইত্যাদির একটি পর্বে ছিল আমাদের দেশের শহরাঞ্চলের নানা সমস্যা নিয়ে পাঁচজন বিখ্যাত ও আলোচিত চরিত্রের সংলাপ। চরিত্রগুলোতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মীর সাব্বির, অপূর্ব ও জাহিদ হাসান। বিশেষ মিউজিক্যাল ড্রামায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, কুসুম শিকদার, ইমন, নিরব এবং সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী। একটি ব্যতিক্রমী টকশো উপস্থাপনা করেছেন অপি করিম। একটি গানে অংশ নিয়েছেন এ প্রজন্মের শিল্পী প্রতিক হাসান, প্রিতম হাসান, কনা ও ঐশী। বিদেশিদের নিয়ে ছিল ‘যৌতুকবিরোধী’ মজাদার একটি পর্ব। এছাড়াও রয়েছে ইত্যাদির নিয়মিত পর্ব মামা-ভাগ্নে ও নানি-নাতিসহ ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রƒপাত্মক রসালো নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ফাগুন অডিও ভিশনের ব্যানারে নির্মিত এ অনুষ্ঠানটি আজ রাত ৮টায় বাংলা সংবাদের পর বিটিভিতে পুনঃপ্রচার করা হবে।

Check Also

অন্তর্বর্তী সরকারকে ডি-স্ট্যাবিলাইজ করার ষড়যন্ত্র হচ্ছে: ফারুকী

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নানান ইস্যুতে প্রতিবাদের সুরে কথা বলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।