ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন,তালা: আজ বেলা সাড়ে ১১ টায় তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন এবং তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান। কলেজের সহঃ অধ্যাপক রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের আহ্বায়ক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, সাবেক ইউপি চেয়ারম্যান এ্যাড. আব্দুর রহমান গাজী, জেলা যুবমৈত্রী নেতা মফিজুল হক জাহাঙ্গীর, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, কলেজ শিক্ষার্থী অংকুর রায়,মিথুন রেজা, এলিনা খাতুন ও দীপদাশ প্রমুখ। পরে একই মঞ্চে শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের সহঃ অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় তালা অত্র কলেজর সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীমহল উপস্থিত ছিলেন।
Check Also
২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ
ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …