এম ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি ॥ উজানের ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।শুক্রবার সন্ধ্যা ৬টায় তিস্তার পানি ৫২ দশমিক ২৫ মিটারে প্রবাহিত হলেও শনিবার সকাল ৬টায় তা ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৫০ মিটারে প্রবাহিত হচ্ছিল।পরে তিস্তার পানি বিপদসীমার ৫২ দশমিক ৪০ মিটার নেমে আসে। তিস্তার পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের নিচু অঞ্চলের বসতবভিটায় বন্যার পানি প্রবেশ করেছে। নিচু অঞ্চলের লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে মর্মে টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। ঝুনাগাছ চাপানি ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান বলেন,তার ইউনিয়নের ফরেস্টের চরের ১৫টি বাড়ী শনিবার সকালে তিস্তা নদী গর্ভে বিলিন হয়েছে। পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। পুর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, ঝাড়সিংস্বের এলাকার তিস্তার চরাঞ্চলের বসতবাড়ীতে বন্যার পানি প্রবেশ করেছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, উজানের ঢলের কারনে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে শনিবার সকাল ৬টায় বিপদসীমার ১০ সেন্টিমিটার উপড় দিয়ে প্রবাহিত হলে সকাল ৯টায় ৫সেন্টিমিটার উপড়ে প্রবাহিত হচ্ছিল। তিনি আর বলেন দুপুর ৪টায় পানি কমে বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
Check Also
আশাশুনির প্রতাপনগরে ৫ আগস্ট বন্দুকের গুলিতে নিহত ৩ শহীদের অভিভাবকদের সংবাদ সম্মেলন
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। গত ৫ আগষ্ট-২০২৪ আশাশুনি উপজেলার প্রতাপনগরে আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান …