শ্যামনগরের কাশিমাড়ীতে দাউ দাউ করে জ্বলছে ইটের পাজা

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল ঃ শ্যামনগরের কাশিমাড়ী ইউনিয়নের জয়নগর ঘটিখাল সংলগ্ন কাশিমাড়ী-কৃষ্ণনগর সড়কের পাশে দাউ দাউ করে জ্বলছে ইটের পাজা। একারনে পুরো এলাকা ধোয়ার মিছিলে পরিনত হয়েছে। বৃহস্পতিবার সরেজমিন ঘুরে জানা যায়, গোবিন্দপুর গ্রামের আব্দুর রউফ পাড়ের ছেলে মহিববুল্যাহ পাড় দীর্ঘদিন ধরে এলাকায় সরকারি নীতিমালা উপেক্ষা করে শত শত মণ কাঠ দিয়ে ইট পোড়াচ্ছে। 15আর এই ইট বিক্রয় করে সে প্রচুর লাভবান হচ্ছে।আর এই জ্বলন্ত ইটের পাজা থেকে এলাকায় প্রচন্ড ধোয়ায় রাস্তায় চলাচল ব্যাহত, পরিবেশের ক্ষতি সহ গাছ-গাছালির কাঁচা পাতা ঝরে পড়ছে। এছাড়া বনভুমি ধ্বংস করে সারা বছর শত শত মণ কাঠ ব্যবহারের ফলেও সামগ্রিক পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।এ ব্যাপারে মহিববুল্যাহর ব্যবহ্রত মোবাইলের মাধ্যমে তিনি জানান কাজটি অন্যায়, তবুও সবাই করছে বিধায় আমিও প্রশাসনকে ম্যানেজ করে করছি। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।17

 

Check Also

আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।