আওয়ামী লীগ নেতারা মিথ্যার বাতাস বইয়ে দিচ্ছে : রিজভী

ক্রাইমবার্তা রিপোট:আওয়ামী লীগের নেতারা ‘জেনিটিক্যাল লায়ার’ তারা মিথ্যার বাতাস বইয়ে দেওয়ার টেকনিক গ্রহণ করেছে। সত্যের লেশমাত্র এরা সহ্য করে না। কারণ এই সরকার দেশকে ধ্বংসের দিকে ঢেলে দিচ্ছে।’ রবিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী আরো বলেন, জুন ক্লোজিংয়ের নামে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা লুটপাট চালাচ্ছে । ‘ক্ষমতাসীন দলের নেতারা মসজিদ-মন্দিরের নামে ভুয়া কমিটি তৈরি করে অথবা নামসর্বস্ব ধর্মীয় ও সামাজিত ক্লাব সংগঠন দেখিয়ে সরকারি বরাদ্দ নিজেদের পকেটে ঢুকাচ্ছে। ব্যাংক, বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠান গিলে ফেলে এখন তারা মসজিদ-মন্দিরের টাকাও আত্মসাতে মেতে উঠেছে। এমন লুটপাটের ঘটনা দেশের সর্বত্রই বিরাজমান।’

তিনি আরো বলেন, ‘দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে আর্থিক খাতগুলো ধ্বংস করে দিয়েছে। তারা দেশ থেকে লুটের মাধ্যমে অবৈধভাবে অর্জিত লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে সাধারণ জনগণের ওপর। ফলে আজকে যে শিশু জন্মগ্রহণ করেছে তাকেও ঋণের বোঝা বইতে হচ্ছে।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি এখনো নিজেদেরকে সংশোধন না করে তাহলে অবিলম্বে তাদের বিপজ্জনক অবতরণ ঘটবে বলেও হুঁশিয়ারি দেন রিজভী।

সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা তৈমূর আলম খন্দকার, রুহুল কুদ্দস তালুকদার দুলু,হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Check Also

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।